আলমগীর মানিক,রাঙামাটি থেকে
প্রকাশ: ১৯:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমা আশরাফীর কাছে আনুষ্ঠানিকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
সকালে বিশাল বহর নিয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহামদ। দুপুরে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
জামায়াত প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত ছিলেন রাঙামাটি এলডিপির উপদেষ্টা দিবাকর দেওয়ান, জেলা সভাপতি কমল বিকাশ চাকমা, জাতীয় নাগরিক পার্টির জেলা সভাপতি বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম এবং খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক।
এর আগে একই দিনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক এবং লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টি প্রার্থী অশোক তালুকদার।
মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, রাঙামাটি ২৯৯নং আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত ছয়জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।