মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা থেকে
প্রকাশ: ২০:০৫, ২৯ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্রসহ মোট নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় সংশ্লিষ্ট দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন- বিএনপি মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আব্দুস সালাম এবং মো. রমিজ উদ্দিন (লন্ডনী)।
এছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. আমির হোসেন ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক মো. মনোয়ার হোসেন ও মো. সাহাবুদ্দিন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমাইয়া মমিনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।