শাহরিয়ার মিল্টন,শেরপুর থেকে
প্রকাশ: ০১:১৬, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে কৃষকদের অধিকার ও অন্তর্ভূক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুপুরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ টেকনিক্যাল সহযোগিতায় রুরাল ডেভেলমেন্ট সংস্থা’র বাস্তবায়নে স্ববল প্রকল্পের উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের আয়োজনে র্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী স্বপন স্কু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা শেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শামীম আজাদ, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্ণিয়া সাংমা, উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান দুলাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এসময় কৃষি পণ্য উৎপাদক সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।