ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

৯ পৌষ ১৪৩২, ০৩ রজব ১৪৪৭

শেরপুরে ৩০৪ শিশুর মাঝে উপহার বিতরণ

শাহরিয়ার মিল্টন,শেরপুর থেকে

প্রকাশ: ০১:৩০, ২৩ ডিসেম্বর ২০২৫

শেরপুরে ৩০৪ শিশুর মাঝে উপহার বিতরণ

ছবি -বাংলার চোখ

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ এর আয়োজনে শেরপুরের শ্রীবরদীতে ৩০৪ শিশুর মাঝে বার্ষিক উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বাবেলাকোনা বিডি-০৪২৪ অফিস প্রাঙ্গণে প্রকল্পের প্রত্যেক শিশু’র মাঝে ১টি কমফোর্টার, হটপট, পানির বোতল, মগ, আরএফএল রেক, সাবান, শ্যাম্পু, তেল সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

লোকাল কমিটির চেয়ারম্যান ক্লেনসন থিগিদি’র সভাপতিত্বে প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বাবেলাকোনা বিডি-০৪২৪ এর ম্যানেজার রিসিল সুলভ। প্রকল্পের সমাজকর্মী জীবন ম্রং এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি লেবানুস মারাক।

এসময় হারিয়াকোন চার্চের সভাপতি, বাবেলাকোন চার্চের সহ-সভাপতি, প্রকল্পের কমিটিবৃন্দ ও উপকারভোগী ৩০৪ শিশু এবং অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন