Banglar Chokh | বাংলার চোখ

জামালপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

কোর্টকাচারী

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২০, ১ মার্চ ২০২৪

সর্বশেষ

জামালপুরে বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ছবি: বাংলার চোখ

জামালপুরে ৩টি বেসরকারি হাসপাতালকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও ১টি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার  দুপুরে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে জরুরী বিভাগে ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে  কাঠের ফার্নিচার ও অন্যান্য অসংগতির কারণে শহরের অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা, মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালের অনুমোদন না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। এছাড়াও ইউনাইটেড জেনারেল হাসপাতালকে একই ধরনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, মেডিকেল অফিসার ডা. রাফিয়া, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমান, র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. উত্তম কুমার সরকার জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়