বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:৫১, ১৯ জানুয়ারি ২০২৬
বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির বহুল আলোচিত যুগল বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানা। বহু বছরের গুঞ্জন, প্রেম করছেন তারা। যদিও এ নিয়ে বরাবরই নিশ্চুপ ছিলেন দুজন। তাদের বিয়ে নিয়েও ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। কিন্তু এসব নিয়ে সবসময়ই কৌশলী ভূমিকায় দেখা গেছে দুজনকে। তবে অনেকবারই দুজন প্রকাশ্যে একসঙ্গে ধরা দিয়েছেন।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-রাশমিকা। সব ঠিকঠাক থাকলে দুই পরিবারের সদস্যরা এবং অতি নিকটজনদের উপস্থিতিতে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন জনপ্রিয় এই জুটি। পরে হায়দরাবাদে নবদম্পতি শোবিজ জগতের সবাইকে নিয়ে বড় করে উদযাপন করবেন।
কিছুদিন আগেই ইতালির রোম থেকে ঘুরে এসেছেন বিজয়-রাশমিকা। তাদের তখনকার ওই সফর নিয়ে এখন অনেকেই মনে করছেন, সেখানে তারা হয়তো নিজেদের ‘অবিবাহিত পর্বের’ উদযাপন করছিলেন।
এ নিয়ে রাশমিকা মন্তব্য ছিল, ‘গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন বারবার করছেন, তেমনই সুখবরের জন্যও অপেক্ষা করছেন। কিন্তু আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’
তবে গত কয়েক মাস ধরেই এই দুজনের হাতে দামী আংটি দেখা গেছে। তাই এখন নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। এমনিতেই ফেব্রুয়ারি মাসকে প্রেমের মাস হিসেবে ধরা হয়, এই সময়ে তাদের প্রেমের পরিণতি প্রকাশ্যে আসায় ভক্তদের আনন্দ যেন দ্বিগুণ বেড়ে গেছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিজয়-রাশমিকার কেউই মুখ খোলেননি।