ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ভয়াবহ দুর্ঘটনার শিকার অক্ষয়-টুইঙ্কেল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:২৮, ২০ জানুয়ারি ২০২৬

ভয়াবহ দুর্ঘটনার শিকার অক্ষয়-টুইঙ্কেল

জনপ্রিয় তারকা দম্পতি অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বিদেশ সফর শেষে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ে ফেরার পথে জুহু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তারা ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন শেষে বিদেশ থেকে ফিরছিলেন। ফেরার পথে এমন দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে আঘাত করে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তার নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রী প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।

২০০১ সালে টুইঙ্কেল খান্না ও অক্ষয় কুমারের বিয়ে হয়। চলতি বছর তাদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিদেশে গিয়েছিলেন তারা।

আরও পড়ুন