ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

আমি খুব এক্সাইটেড: পরীমণি 

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:১৪, ২০ জানুয়ারি ২০২৬

আমি খুব এক্সাইটেড: পরীমণি 

ছবি :সংগৃহীত

স্পষ্টভাষী অভিনেত্রী। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা।

রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। 

মাঝে কিছুদিন কাজ থেকে বিরতি নিলেও ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন পরীমণি। লীসা গাজীর পরিচালনায় 'শাস্তি' নামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পরীমণি।

রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হলেও সিনেমাটি নির্মিত হচ্ছে সমকালীন বাস্তবতায়। যেখানে ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ সিনেমায় আরো অভিনয় করবেন আনান সিদ্দিকা ও অর্ক দাস। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ঢাকায় শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এক উন্মত্ত শহরে শাস্তির দাবির মুখে ধীরে ধীরে উন্মোচিত হয় একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা ও নীরব লড়াইয়ের গল্প।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে।

এই মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার মিডিয়ায় শুরু হয় তীব্র আলোড়ন ও বিচার-পিপাসু উন্মাদনা। লাকির জা মীরা হয়ে ওঠেন প্রধান সন্দেহভাজন। কিন্তু তিনি কি সত্যিই অপরাধী, নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে- এই প্রশ্নের উত্তর খুঁজতেই 'শাস্তি'র গল্প এগোবে।

এর আগে 'বাড়ির নাম শাহানা' সিনেমার জন্য প্রশংসিত হয়েছিলেন লীসা গাজী।

এই নির্মাতা বলেন, আমরা যে সময়ে বাস করছি, সেই সময়টাকে বোঝার চেষ্টা থেকেই শাস্তির গল্প এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে এর অঙ্কুরোদগম হলেও এটি আজকের বাস্তবতা- বাস্তব ও ভার্চুয়াল জীবনের ফারাক, যা দেখা যায় আর যা লুকিয়ে রাখা হয়, তার মধ্যকার টানাপড়েনের প্রতিচ্ছায়া। এই ছবিটি সময়ের সাথে যেমন বোঝাপড়া, তেমনি নিরন্তর আশার সন্ধান করে ফেরাও বটে।

পরীমণি বলেন, পরিচালক যখন আমাকে এই সিনেমার চিত্রনাট্য শোনান, আমি এক মুহূর্তে রাজি হয়ে যাই। সমসাময়িক প্রেক্ষাপটে এই গল্পের নারী চরিত্রগুলোকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। চঞ্চল ভাইয়ের মত গুণী একজন অভিনেতা ও সব সহশিল্পীদের সঙ্গে কাজ করা নিয়ে আমি এক্সাইটেড। আমি আমার নতুন এই চরিত্র নিয়ে ভীষণ রোমাঞ্চিত এবং দর্শকদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে।

'শাস্তি' সিনেমা প্রযোজনা করছেন লীসা গাজী, আবিদ আজিজ মার্চেন্ট, অপূরভা বাকশী, আরিফুর রহমান। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন সাকিব ইফতেখার, রেইনবো ফং। নির্বাহী প্রযোজক ফয়সাল গাজী, টিউলিপ কবির। সহ-নির্বাহী প্রযোজক আব্বাস নোখাস্তেহ, কাজী রুমা।

চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী, আনান সিদ্দিকা ও সাদিয়া খালিদ ঋতি। চিত্রগ্রহণ করবেন অ্যালেক্স উনাই। কাস্টিং ডিরেক্টর ও লাইন প্রডিউসার তানিয়া রহমান। অন-লোকেশন সাউন্ডে নাহিদ মাসুদ, ব্যাকগ্রাউন্ড স্কোর ও সাউন্ড ডিজাইনে রাশিদ শরীফ শোয়েব এবং মাইজভাণ্ডারী গানের সংগীত পরিচালনায় থাকছেন অদিত রহমান।

আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিতব্য 'শাস্তি' প্রযোজনা করছে কমলা কালেক্টিভ (বাংলাদেশ, যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত, যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশনস (বাংলাদেশ), স্ক্রিনক্সোপ (অস্ট্রেলিয়া) এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড (হংকং)।
 

আরও পড়ুন