ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে আহত ১১,তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩:৪১, ২২ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে আহত ১১,তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি

স্যাটেলাইট থেকে তোলা ছবি। ছবি : এএফপি

তেহরানে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ১১ জন সামান্য আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো তেজস্ক্রিয়তা পাওয়া যায়নি।

ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেন কৌলিভান্দ জানান, দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় তিনজন উদ্ধারকর্মীও নিহত হয়েছেন। একটি রেড ক্রিসেন্ট হেলিকপ্টারেও আঘাত লেগেছে।

কৌলিভান্দ ইসরায়েলের বিরুদ্ধে হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি কেয়ার হোমগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করার পর থেকেই দুই দেশের মধ্যে তীব্র সংঘাত চলছে। এরমধ্যে শনিবার (২১ জুন) রাতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ও বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন