ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫

১৪ ভাদ্র ১৪৩২, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার : ফরিদা আখতার

প্রতিনিধি 

প্রকাশ: ১৫:৪১, ২১ জুন ২০২৫

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার : ফরিদা আখতার

উপদেষ্টা ফরিদা আখতার

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ শনিবার (২১ জুন) সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফরিদা আখতার বলেন, একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের পছন্দের একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের উপযোগী পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে।

ফরিদা আখতার আরও বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন সংস্কারের লক্ষ্যে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হবে। সরকার সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, নিরাপদ ফিড নিশ্চিত করা গেলে অনিরাপদ মাছের সংখ্যা অনেকটাই কমে যাবে। এ লক্ষ্যেই মৎস্য অধিদপ্তর সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআই’র মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার এবং ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

কর্মশালার আগে অতিথিরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুন