ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

সবাই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছাতে পারবো: আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:৫০, ১৯ জুন ২০২৫

সবাই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছাতে পারবো: আলী রীয়াজ

ছবি:সংগৃহীত

সবাই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছাতে পারবেন বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘কিছু জায়গায় এখনও একমত হতে পারছিনা, যেগুলো একমত হওয়া যায়নি সেগুলোই প্রধান বিষয়। তাই এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমাদের অনেক ত্রুটি-বিচ্যুতি আছে, সবাই আন্তরিক হলে, শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছাতে পারবো।’

তিনি বলেন, ‘পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আলোচনা এগিয়ে নেয়া হচ্ছে।

স্বল্প সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহযোগিতা চেয়েছেন কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

কমিশন জানায়, তৃতীয় দিনের বৈঠকে পূর্বের অসমাপ্ত আলোচনা, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলের মতামত নেয়া হবে।

আরও পড়ুন