ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৭ রজব ১৪৪৭

শেরপুরে  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

শাহরিয়ার মিল্টন , শেরপুর

প্রকাশ: ০১:৪০, ৪ জানুয়ারি ২০২৬

শেরপুরে  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ছবি-বাংলার চোখ

 শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব শেরপুর -১ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বিশেষ উদ্যোগে এবং পরবর্তীতে জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার উদ্যোগে তেরাবাজার মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে দোয়া মাহফিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় আলেমরা অংশ নেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদান স্মরণ করে তাঁর চিরশান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। পরবর্তীতে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় ও সংলগ্ন এলাকায় পুনরায় দোয়া   মাহফিল আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, 'বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং মরহুমার রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।'

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন