ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

২৪ পৌষ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ 

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৫০, ৫ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ 

ছবি :সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (৫ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।

 পরে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শুধু শোক জানাতে এসেছিলাম। রাজনৈতিক, নির্বাচন বা অন্যকোনো ইস্যুত আলোচনা হয়নি। তবে তারেক রহমান বলেছেন, সবাই দেখা করতে আসায় তিনি নিজেকে একা মনে করছেন না। সবার সঙ্গে আছেন বলেই ভাবছেন, দেশ গড়ার কাজে সবাইকে সঙ্গে চান তিনি।
 
বাসযোগ্য রাজধানী, চিকিৎসা ব্যবস্থা, কৃষিসহ নানা খাত নিয়ে তিনি তার মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন