প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৬, ১৯ জুন ২০২৫
ছবি:সংগৃহীত
নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে ভাইরাল হওয়া ৩ মিনিট ২৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, একদল যুবক দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দিচ্ছে।
এ সময় একজনকে ‘গুলি কর, গুলি কর’ বলে চিৎকার করতে শোনা যায় এবং গোলাপি রঙের টি-শার্ট পরা এক যুবককে প্রকাশ্যে গুলি ছুঁড়তে দেখা যায়।
ভিডিওটি মুঠোফোনে ধারণ করে একজন অজ্ঞাত ব্যক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে ফেসবুকে তা নিয়ে নিন্দার ঝড় ওঠে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলের নেতৃত্বাধীন গ্রুপ এই হামলা চালায়।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, ‘ছাত্রদলের শান্তি মিছিলে জুয়েলের নেতৃত্বে অতর্কিত হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে আমাদের কর্মী ইসমাঈল মিয়ার বুকসহ একজন পথচারী গুলিবিদ্ধ হন। আরও কয়েকজন গুরুতর আহত হন।’
তবে জুয়েলপন্থি কারও বক্তব্য পাওয়া যায়নি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং গুলিবর্ষণকারীকে শনাক্তের চেষ্টা চলছে।’
এর আগে, গত রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ উপজেলা ছাত্রদলের আয়োজিত শান্তি মিছিল ও ফজলুর কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। এতে ছাত্রদল কর্মী ইসমাঈল মিয়া ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হন। পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
ওই রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নামসহ অজ্ঞাত ৪০–৫০ জনকে আসামি করে একটি মামলা করেন।
অন্যদিকে ফজলুর কবির জুয়েলের শাশুড়ি মমতাজ বেগম বিএনপি নেতা আলম মোল্লাকে প্রধান আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।