Banglar Chokh | বাংলার চোখ

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ

খেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৫৭, ৭ মার্চ ২০২৪

সর্বশেষ

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ

ছবি:সংগৃহীত

দাসুন শানাকারর বলে লং অনে দুর্দান্ত এক ছক্কা হাঁকালেন নাজমুল হাসান শান্ত। ক্যাপ্টেন্স নক যাকে বলে। ছয়ের সঙ্গেই এসেছে জয়, শান্ত ছুঁয়েছেন ফিফটি। তাতে সিরিজে ফিরেছে সমতা। শ্রীলঙ্কা উড়িয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল লাল-সবুজের দল। 

সবুজঘেরা সিলেট বাংলার বুকে একখণ্ড নৈসর্গ। বসন্তের হিমেল হাওয়ায় যেন দোল খেয়ে যায় সবুজ পত্রপল্লব। এমন নৈসর্গিক সন্ধ্যায় আরও একটু দোলা দিয়ে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচে তীরে এসে তরী ডুবলেও এবার শুরু থেকেই শক্ত হাতে হাল ধরেছেন ব্যাটাররা। ডুবন্ত তরী থেকে উড়ন্ত জয়ে সমতা ফিরিয়েছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আট উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ১৮.১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১৭০ রান, নোঙর ফেলে জয়ের বন্দরে।

লক্ষ্যটা ১৬৬ রানের। সিরিজ বাঁচানোর লক্ষ্যে এই রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার মিলে ওপেনিং জুটিতেই বাংলাদেশকে এনে দেন ৬৮ রান। সপ্তম ওভারে সৌম্যের বিদায়ে এই জুটি ভাঙলেও কক্ষপথেই থাকে বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে সৌম্য  করেন ২২ বলে ২৬ রান। সৌম্যের পর বিদায় নেন লিটনও। ২৪ বলে ৩৬ রান আসে তার ব্যাট থেকে।

জয়ের যে ভিত গড়ে দিয়ে যান দুই ওপেনার, তাতে ভর দিয়ে বাকি পথ পাড়ি দেন শান্ত ও তাওহিদ হৃদয়। দুজনের অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে বাংলাদেশ হেসেখেলেই হারোয় লঙ্কানদের। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শান্ত। ঝলমলে অর্ধশতক উপহার দেন তিনি। ৩৮ বলে চারটি চার ও দুটি ছক্কার মারে ৫৩ রানে অপররাজিত থাকেন শান্ত। তাকে যোগ্য সঙ্গ দেন হৃদয়। ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস জিতে এদিনও আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করেন শরিফুল ইসলাম। প্রথম ওভারেই নেন মেডেন। দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। স্কোরবোর্ডে এক রান তুলতেই উইকেট হারায় লঙ্কানরা। নিজের বলে আভিস্কা ফার্নান্দোকে ফিরতি ক্যাচ বানিয়ে মাঠছাড়া করেন ডানহাতি পেসার। রানের খাতা খুলতে পারেননি লঙ্কান ওপেনার।

দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস মিলে ৬৬ রান তোলেন। প্রথম তিন ওভারে স্রেফ আট রানের পরের তিন ওভারে দুজন নেন ৪১ রান। সেই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সৌম্য সরকার। ২২ বলে ৩৬ রান করে বিপজ্জনক হয়ে ওঠা কুশলকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই অলরাউন্ডার। পরের ওভারে আঘাত হানেন রিশাদ হোসেন। ক্রিজে থিতু হয়ে যাওয়া কামিন্দুকে রানআউটের ফাঁদে ফেলে বিদায় করে বাংলাদেশ। ২৭ বলে ৩৭ রান আসে কামিন্দুর ব্যাট থেকে।

দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। এমন অবস্থাতেই আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। সাদিরা সামারাবিক্রমাকে ফিরতি ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। ১১ বলে সাত রানের বেশি করতে পারেননি সামারাবিক্রমা। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১৪ বলে ২৮ রান করে আজও বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠছিলেন তিনি। তবে, শেখ মেহেদির স্পিন বিষে বোল্ড হয়ে থামতে হয়ে তাকে।

শেষ দিকে ঝড় তোলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাকে সঙ্গ দেন দাসুন শানাকা। ম্যাথুসের ২১ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস এবং শানাকার ১৮ বলে ২০ রানে ভর দিয়ে লঙ্কানরা পায় লড়াই করার পুঁজি।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান তাসকিন, শরিফুল, মুস্তাফিজ ও মেহেদি।

সংক্ষিপ্ত স্কোর 

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৬৫/৫ (ফার্নান্দো ০, কুশল ৩৬, কামিন্দু ৩৭, সাদিরা ৭, আসালাঙ্কা ২৮, ম্যাথুস ৩২*, শানাকা ২০*; শরিফুল ৪-১-২০-০, তাসকিন ৪-০-৩৮-১ , মেহেদি ৪-০-৩৯-১, মুস্তাফিজ ৪-০-৪২-১, রিশাদ ৩-০-২১-০, সৌম্য ১-০-৫-১)।

বাংলাদেশ : ১৮.১ ওভারে ১৭০/২ (লিটন ৩৬, সৌম্য ২৬, শান্ত ৫৩*, হৃদয় ৩২* ; ম্যাথুস ২.২-০-২২-০, মাধুশাঙ্কা ৪-০-৩৪-০, বিনুরা ৩-০-২২-০, থিকসানা ৪-০-৩৫-০, পাথিরানা ৩.৪-০-২৮-২, ১.১-০-১৯-০)

ফল : বাংলাদেশ আট উইকেটে জয়ী।

সর্বশেষ

জনপ্রিয়