ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি 

প্রকাশ: ১৫:২৭, ২২ জুন ২০২৫ | আপডেট: ১৫:৪০, ২২ জুন ২০২৫

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ছবি:সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় বাস, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার (২২ জুন) বেলা ১২টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা উপজেলার কাকনী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে চুরমার হয়ে যায়। পিকআপটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার সঠিক কারণ ও নিহতদের পরিচয় জানাতে আরও কিছু সময় লাগবে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন