হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২২:৫২, ২২ জুন ২০২৫
ছবি: বাংলার চোখ
কুমিল্লার হোমনায় ন্যাশনাল ডিফেন্স কোর্সের (এনডিসির) আওতায় সমাজসেবা অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে বিধবা, প্রতিবন্ধি ও বয়স্ক ভাতাপ্রাপ্ত উপকার ভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এসএম নজরুল ইসলাম।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা - কর্মচারী ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ রইস উদ্দিন, ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক হোসেন সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন ও মো. আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. মোরশিদ আলম, সমাজসেবা অফিসের
সুপারভাইজার মো. মতিউর রহমান, আসাদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শিব্বির আহমেদ, প্রমুখ।
পরে তিনি উপজেলার ঘাগুটিয়া ও আসাদপুর ইউনিয়নের মাঠ পর্যায়ে ভাতা পাওয়া উপকারভোগীদের সঙ্গেও মতবিনিময় করেন।