ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

ফেনী সীমান্তে ১১ জনকে পুশ-ইন করেছে  বিএসএফ

প্রতিনিধি 

প্রকাশ: ১৪:৩২, ১৯ জুন ২০২৫

ফেনী সীমান্তে ১১ জনকে পুশ-ইন করেছে  বিএসএফ

ফাইল ছবি

ফেনীর ছাগলনাইয়ার যশপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বুধবার (১৮ জুন) রাতে একজন পুরুষ, সাতজন নারী এবং তিন শিশুকে পুশ-ইন করা হয়।

আটকেরা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।

ফেনীর ৪ বিজিবি জানায়, রাত ২টার দিকে ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে ১১ জনকে বৈরী আবহাওয়ার সুযোগে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। এসময় নারী-শিশুসহ ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করে ফেনীর ৪ বিজিবি।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। তারা বাসা-বাড়ির কাজ অথবা বিভিন্ন কাজের উদ্দেশ্যে চোরাইভাবে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। আটকদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন কর্তৃক উদ্ধারকৃত বাংলাদেশি নাগরিকদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন