রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৩:৫৫, ১ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নওগাঁর রাণীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর (সদর) ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, খট্টেশ্বর রাণীনগর (সদর) ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েনউল হক, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় নেতাকর্মী।