চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩:৩০, ৩ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বহুল প্রতিক্ষীত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মবিরতী পালিত হয়।
দীর্ঘদিনের আন্দোলন সত্তে¡ও দাবি বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে কর্ম বিরতি চলাকালে বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। এতে উর্ধ্বগতির দূর্মূল্যের বাজারে পরিবার নিয়ে দিনাতিপাত করা খুব কষ্টসাধ্য ব্যাপার। আর তাই দ্রæত দশম গ্রেড বাস্তবায়নের দাবি পূরণ না হলে আগামীতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করা হবে বলে জানান আন্দোলনকারীরা।
কর্মবিরতী চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ক মেডিকেল টেকনোলজিস্ট আসাদুজ্জামান, ফার্মাসিস্ট বিরাজ কুমার দাস, ফার্মাসিস্ট আব্দুল লতিফ, মেডিকেল টেকনোলজিস্ট ওবাইদুর রহমান প্রমুখ।
এ সময় আউটডোর ফার্মেসি, প্যাথলজি কার্যক্রম, এক্স-রে, ডেন্টালসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে দূর-দুরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হয়