ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:০২, ৪ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ছবি -বাংলার চোখ

৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে অবস্থিত ব্যাটালিয়ন সদর দপ্তরে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে ব্যাটালিয়ন মাঠে আলোচনা, কেক কর্তণ, মধ্যাহ্ন ভোজ ও দোয়ার আয়োজন করে ৫৯ বিজিবি।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিথিদের সাথে নিয়ে কেক কর্তণ করেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন। তিনি বিগত ১০ বছরে ৫৯ বিজিবির বিভিন্ন অভিযানের ভূয়সী প্রশংসা করে সীমান্তে টহল ব্যবস্থা আরো জোড়দার করতে নির্দেশ প্রদাণ করেন।

এদিকে বিগত এক বছরে ৫৯ বিজিবির অধিন সীমান্তে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন নেশা জাতীয় ইনজেকশন উদ্ধারের বিষয়ে বিজিবি সদস্যদের আনÍরিকতা, একাগ্রতা ও সীমান্ত রক্ষা প্রশিক্ষণ দক্ষতা যথযথভাবে প্রয়োগ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়া। এছাড়া সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের সীমানা রক্ষার্থে সীমান্তবর্তী জনগনের সাহসের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. মোস্তাফিজুর রহমান, ৫৯ বর্ডার গার্ড মহানন্দা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, চেম্বার সভাপতি আব্দুলওয়াহেদসহ ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন