ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

ফেনীতে বাঁধ ভেঙ্গে চার গ্রাম প্লাবিত

প্রতিনিধি 

প্রকাশ: ২১:৫৫, ২০ জুন ২০২৫

ফেনীতে বাঁধ ভেঙ্গে চার গ্রাম প্লাবিত

ছবি:সংগৃহীত

প্রবল বর্ষণ ও ভারতীয় উজানের পানিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর একটি স্থানে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকেছে এবং ৪ গ্রাম প্লাবিত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়সারা কাজকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টার দিকে এ ভাঙ্গনের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বরইয়া বণিকপাড়া সহদেব বৈদ্যের বাড়ি-সংলগ্ন মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙ্গনের সৃষ্টি হয়। এতে উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর এলাকা প্লাবিত হচ্ছে।

এছাড়া এদিন সন্ধ্যা থেকে ফুলগাজী তরকারি বাজার-সংলগ্ন স্থানে মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের একটি অংশ প্লাবিত হয়েছে। একই দিন দুপুর থেকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর এলাকায় সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে।

উত্তর বরইয়া গ্রামের মো. মজিবুর হক খোকন বলেন, বন্যার পানি প্রবেশ করে মুরগি খামারের দুই থেকে আড়াই হাজার মুরগির ক্ষতি হয়েছে।

প্রতি বছর দায়সারা বাঁধ মেরামত ও নদী সংস্কার না করার কারণে স্থানীয় এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন। টেকশই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার রাত থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন