ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

২৭ অগ্রাহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

নিখোঁজ বাংলাদেশী যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১:১৭, ১২ ডিসেম্বর ২০২৫

নিখোঁজ বাংলাদেশী যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে উদ্ধার

ছবি :সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ থেকে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বাখেরআলী সীমান্তের ওপারে প্রায় ৮ কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। বুধবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার জঙ্গিপুর বাইজিতপুর এলাকার ভাগিরথি নদীতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। বিকালে এমন এক অভিযোগ করেছেন জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী পশ্চিমপাড়ার বাসিন্দারা। তাদের ধারনা মরদেহটি ওই এলাকার তসির আলীর। এদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিয়ে বিএসএফকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।

নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী পশ্চিমপাড়ার ইব্রাহিম হকের ছেলে তসির আলী (৩১)। স্থানীয়দের দেয়া খবরে মরদেহটি উদ্ধার করেছে জঙ্গিপুর থানা পুলিশ। বর্তমানে মরদেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রয়েছে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, নিহতের স্বজন ও বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে গত ৩ দিন আগে রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশ করে তসির আলীসহ কয়েকজন যুবক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের তাড়া করলে অন্য চোরাকারবারীরা পালিয়ে আসলেও নিখোঁজ ছিল তসির আলী।

এদিকে বুধবার (১০ ডিসেম্বর) ভোরের দিকে বাখেরআলী সীমান্তের ওপারে বিএসএফের বাহুড়া ক্যাম্প থেকে গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে দুপুরে সীমান্তের শূণ্যরেখা থেকে প্রায় ৮ কিলোমিটার ভারতের অভ্যন্তরে ভাগিরথি নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ ভাগিরথী নদী থেকে মরদেহটি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিযে যায়।

এ বিষয়ে পরিবারের বরাত দিয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, তসির আলী তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। সীমান্তের ওপারে নদীতে মরদেহ ভাসতে দেখে ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে। 
 

আরও পড়ুন