পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৩, ১২ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
খুলনার পাইকগাছায় কপিলমুনি যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থায়নে সমাজ উন্নয়ন মুলক যুব সংগঠন "এনবিডিজেএস" এর আয়োজনে "হস্তশিল্পের উপকরণ বিতরণ করা হয়। উপজেলার কপিলমুনি বুধবার সংগঠনের কার্যালয় প্রাঙ্গনে হস্ত শিল্পের উপকরন বিতরন উপলক্ষ্যে সমাজ উন্নয়নে বৈষম্য নয়, যুব সংগঠনের হোক জয়" এই শ্লোগানকে সামনে রেখে দলিত কমিউনিটির উন্নয়নের উপর বিষদ আলোচনা করা হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দলোন এর প্রধান পৃষ্টপোষক, দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর কল্যানকামী বাংলাদেশের জাতীয় পর্যায়ের উন্নয়ন সংগঠন "নাগরিক উদ্যোগ" এর সার্বিক পরামর্শে, বাংলাদেশ সরকারের "যুব উন্নয়ন অধিদপ্তর" এর অর্থায়নে, উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর সহযোগীতায়, "এনবিডিজেএস" এর বাস্তবায়নে সংগঠনের নির্বাহী পরিচালক মুক্তি সরদার এবং উপদেষ্টা পরিষদ এর সদস্য মধু বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার রুমি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন:সমাজ সেবক তুষার কান্তি সরকার,
মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু কুমার সাহা, এনবিডিজেএস এর উপদেষ্টা পরিষদের সদস্য অমল মন্ডল, বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা বৃন্দ এবং এনবিডিজেএস এর নির্বাহী কমিটির সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেনী পেশার নারী ও পুরুষ। এলাকাবাসীর শতস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়। হস্তশিল্পের উপকরন বিতরন করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার রুমি, এনবিডিজেএস নির্বাহী পরিচালক, মুক্তি সরদার সহ উপস্থিত অতিথিবৃন্দ।