ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

রাজধানীতে মাদক ব্যবসায়ীদের গুলিতে তিন পুলিশ আহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:০৬, ১৯ জুন ২০২৫

রাজধানীতে মাদক ব্যবসায়ীদের গুলিতে তিন পুলিশ আহত

.

রাজধানীর পল্টনে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান এবং কনস্টেবল সুজনসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

বুধবার (১৮ জুন) দিনগত রাতে এই ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভর্তি করা হয়।

ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে এ এস আই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় প্রাইভেট কার ও ৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার। প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে।

আরও পড়ুন