ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

রাতভর ইরানে হামলা চালিয়েছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:১৫, ২০ জুন ২০২৫

রাতভর ইরানে হামলা চালিয়েছে ইসরাইল

ছবি:সংগৃহীত

ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। বলা হয়েছে, এর মধ্যে অস্ত্র উৎপাদন ও তেহরানের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে। 

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় তেহরানের এমন একাধিক স্থানে হামলা চালানো হয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ও রকেট ইঞ্জিন তৈরি হয় এমন একাধিক স্থানে হামলার বিষয়টিও নিশ্চিত করেছে আইডিএফ।

এর মধ্যে এসপিএনডি প্রোগ্রামের হেডকোয়ার্টারও ছিলো। এটি একটি প্রতিরক্ষা ও গবেষণা উন্নয়ন সংস্থা। যা ২০০৪ সালে ইরানের পারমাণবিক কর্মসূচীর সম্পৃক্ত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আইডিএফ জানিয়েছে, বিমান বাহিনীর ৬০ টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে।  


 

সূত্র:সিএনএন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন