ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫:৩১, ২২ জুন ২০২৫
ছবি:সংগৃহীত
১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেয়া সব প্রার্থীকে সনদ দেয়ার ঘোষণার দাবিতে প্রেস ক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে প্রায় এক ঘণ্টা ধরে প্রেস ক্লাব এলাকা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গে করে দেয়।
উল্লেখ্য, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে পারেননি।
এখন সেসব উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি, তাদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।