ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

রামপুরা গ্রিড উপকেন্দ্রে ত্রুটি, বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০০:০৩, ২৩ জুন ২০২৫

রামপুরা গ্রিড উপকেন্দ্রে ত্রুটি, বিদ্যুৎবিহীন রাজধানীর অনেক এলাকা

ছবি:সংগৃহীত

রামপুরা গ্রিড উপকেন্দ্রে ত্রুটির কারণে রাজধানীর বিভিন্নস্থানে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।

রোববার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পিজিসিবির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এ বি এম বদরুদ্দোজা খান সুমন।

 তিনি বলেন, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকস্মিক কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি হয়েছে। 
 
সমস্যা সমাধানে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, রামপুরা গ্রিড উপকেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ানবাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা, বকশি বাজারসহ রাজধানীর বিভিন্ন স্থান বিদ্যুৎ নেই। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন।
 
সম্ভাব্য দ্রুততম সময়ে উক্ত সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে বলেও জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটি জানায়, রামপুরা গ্রিডের ২৩০ কেভি অংশে সমস্যা হওয়ায় কারণে ডেসকো'র বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিডের (আংশিক), পূর্বাচল গ্রিড, বনানী গ্রিড, আফতাবনগর গ্রিড, গুলশান গ্রিড বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এনএলডিসির সঙ্গে যোগাযোগ করে সঠিক কারণ উদ্‌ঘাটন এবং দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা চালুর চেষ্টা চলছে।

আরও পড়ুন