ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫:৪৮, ১৪ জানুয়ারি ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে সারাদেশে প্রায় ৮ লাখ ১৭ হাজার নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ তথ্য জানান।
আসন্ন নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য মোট ৮ লাখ ১৭ হাজার নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সারাদেশে ৪৬৭টি উপজেলায় ৩৭ হাজার ৩৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।’
বিজিবির ঐতিহ্য ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলার মাপকাঠি। তিনি নবীন সৈনিকদের ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’—বিজিবির এই চার মূলনীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সদা জাগ্রত থাকার আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হয় না, সেই প্রকৃত সৈনিক।’
এবারের ১০৪তম রিক্রুট ব্যাচে মোট তিন হাজার ২৩ জন রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যার মধ্যে দুই হাজার ৯৫০ জন পুরুষ এবং ৭৩ জন মহিলা সৈনিক রয়েছেন।
উপদেষ্টা তাঁর ভাষণে বিজিবিকে ২৩০ বছরের পুরোনো একটি চৌকস ও পেশাদার দেশপ্রেমিক বাহিনী হিসেবে অভিহিত করেন। দেশের চার হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার রোধ ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিএন্ডসি'র কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।