ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবেই সুযোগ নেই :রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:০৬, ১৫ জানুয়ারি ২০২৬

আ. লীগের নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবেই সুযোগ নেই :রিজওয়ানা

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনি কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও নির্বাচন নিয়ে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য বা অংশগ্রহণমূলক হবে–সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে প্রশ্নের উত্তর খুব পরিষ্কার; দলটির নির্বাচনে অংশগ্রহণ করার আইনিভাবেই সুযোগ নেই। তবে তাদের ছাড়া নির্বাচন হলেও এটি অংশগ্রহণমূলক হবে।’

নির্বাচন নিয়ে জনমনে তৈরি হওয়া সংশয় উড়িয়ে দিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচন হবে এবং তা ১২ ফেব্রুয়ারিই হবে। তবে এ নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে, যাতে নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষ দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না।’

রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিযোগ আসতেই পারে। তবে নির্বাচন কমিশনের এ ব্যাপারে প্রতিকার দেয়ার স্পষ্ট বিধান রয়েছে।’

নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “যারা পরিবর্তন এবং সংস্কার চান, তাদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রায় দিতে হবে। এটি নিয়ে সরকারের প্রচারণায় নিরপেক্ষতা হারাবে না। যে সরকার আইন পাস করতে পারে, সে সরকার অবশ্যই এই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং গণভোটের পক্ষে সরকারের প্রচারণার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে না।”

যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে তিনি জানান, বিষয়টি সরকারের নজরে আছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকেই কাজ শুরু করবে যাতে দ্রুত সমাধান পাওয়া যায়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন