ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৪৬, ১৪ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি
গাজায় বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে করা প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, ‘গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি, কারা থাকবে কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, কোনো অবস্থাতেই এই পরিবশে সৃষ্টি না হলে আমরা যাবো না।’
তিনি আরও বলেন, ‘প্রথমত আমরা যুদ্ধ করতে যাবো না, দ্বিতীয়ত এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ করা বা কর্থবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে আমরা যাবো না। আমাদের শর্তগুলো পরিষ্কার। রাজি হলে এরপর আলোচনা করবো।’
মিয়ানমার সীমান্তে সংঘাতের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ‘নন-স্টেট হওয়ার কারণে দেশ হিসেবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয় ঢাকার। মিয়ারনমারের সঙ্গে সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচেনর পোস্টাল ভোট নিয়ে তিনি বলেন, ‘শিগগির পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছে যাচ্ছে। ভোট দেয়ার পর বাংলাদেশ মিশন ডাকযোগে সেই ব্যালট পাঠানোর ব্যবস্থা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব বেশি কিছু করার নেই।’
মিয়ানমার ইস্যুতে মাঠ পর্যায়ে কী ঘটছে, তা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘণ্টায় ঘণ্টায় জানে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছেন জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে অগ্রগতি হলে জানানো হবে।’