ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

দুপলান্তিস ও লেভ্রন পেলেন বর্ষসেরা অ্যাথলেটের মুকুট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:২০, ১ ডিসেম্বর ২০২৫

দুপলান্তিস ও লেভ্রন পেলেন বর্ষসেরা অ্যাথলেটের মুকুট

সংগৃৃহীত

সুইডেনের পোল ভল্ট তারকা আরমান্ড মোণ্ডো দুপলান্তিস ও যুক্তরাষ্ট্রের নারী স্প্রিন্টার সিডনি ম্যাকলুহান লেভ্রন নাম লেখালেন বর্ষসেরা অ্যাথলেটের তালিকায়। রোববার বিশ্ব অ্যাথলেটিকস কর্তৃপক্ষ দুজনকে যৌথভাবে ২০২৫ সালের জন্য সম্মাননার ঘোষণা দিয়েছে।

দুপলান্তিস সেপ্টেম্বরে বিশ্বরেকর্ড গড়ে টোকিওতে আয়োজিক বিশ্বচ্যাম্পিয়নশিপে পোল ভল্টে স্বর্ণপদক জিতেছেন। তিনি এবছরে চারবার বিশ্বরেকর্ড ভেঙেছেন, এপর্যন্ত ১৬টি আলাদা প্রতিযোগিতায় থেকেছেন অপরাজিত। সবমিলিয়ে ১৪ বার নিজের রেকর্ড ভেঙেছেন। সঙ্গে টানা তিনবার পোল ভল্টে পেয়েছেন বিশ্বসেরার তকমা।

অন্যদিকে লেভ্রন দুবছর ধরে আছেন অপরাজিত। বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার হার্ডল ও ফ্লাটে স্বর্ণপদক জিতেছেন তারকা দৌড়বিদ।

টানা পাঁচবার ডায়মন্ড লিগজয়ী ২৬ বর্ষী দুপলান্তিস বলেছেন, ‘আশা করছি আগের রেকর্ডও ভাঙবো। সবাইকে অবশ্য বছরব্যাপী ভোট দেয়ার জন্য বেগও পেতে হয়েছে। পোল ভল্টের জন্য এমনকিছু জয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এরজন্য বেজায় খুশিও।’

লেভ্রন বলেছেন, ‘সত্যি বলতে এমনকিছু অর্জনে আমি খুবই বিমোহিত। বিশ্ব অ্যাথলেটিকসকে খুবই ধন্যবাদ এমন সম্মানের জন্য।’

নারী দৌড়বিদ বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪৭.৭৮ সেকেন্ড সময় নিয়ে সর্বকালের সেরা দ্বিতীয় দ্রুততম অ্যাথলেট হিসেবে ৪০০ মিটারে সোনা জিতেছেন লেভ্রন। ২৬ বর্ষী তারকাই প্রথম ৪০০ মিটার ফ্লাট ও হার্ডলের উভয়ে সোনাজয়ী অ্যাথলেট।

দুপলান্তিসই প্রথম পোল ভল্টে যিনি ৬.৩০ মিটার উচ্চতা টপকেছেন। যদিও এখনও তার ধারেকাছে নেই কেউ। দুপলান্তিসের বিশ্বরেকর্ড ভাঙার শুরুটা হয়েছিল ২০২০ সালে। সেবছর ফ্রেঞ্চ অ্যাথলেট রেনাউড লাভিলেনির ছয় বছর অক্ষত থাকা রেকর্ড পোল্যান্ডে ভাঙেন ৬.১৭ মিটার লাফে। এরপর একে একে এখন তার লাফের রেকর্ড ৬.৩০।

আরও পড়ুন