ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫১, ৮ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি
দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের মূল্য ও সরকার–ব্যবসায়ীদের আলোচনার পর নতুন দাম নির্ধারণ করে বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি শুরু হয়েছে।
আজ ৮ ডিসেম্বর সোমবার থেকে এই দাম কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি যথাক্রমে ৬ ও ৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে পাম তেলের দাম লিটারপ্রতি ১৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়ানো হয়েছে।
নতুন মূল্য সমন্বয়ের পর দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন তেলের নতুন দাম দাঁড়িয়েছে লিটারপ্রতি ১৭৬ টাকা। একইসঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯৫৫ টাকা। আর খোলা পাম তেল এখন থেকে লিটারপ্রতি ১৬৬ টাকায় বিক্রি হবে।
এর আগে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানোর পর ক্ষোভ প্রকাশ করেছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গত ৩ ডিসেম্বর তিনি জানিয়েছিলেন, পূর্বঘোষণা ছাড়া দাম বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঘোষণাবিহীন মূল্যবৃদ্ধির পর বাজারে নতুন করে ওঠানামা দেখা দেয়। পাঁচ লিটারের নতুন বোতল ৯৬৫ টাকায় এবং এক লিটার বোতলজাত সয়াবিন ১৯৮ টাকায় বিক্রি হতে দেখা যায়; যেখানে আগের দাম ছিল যথাক্রমে ৯২২ ও ১৮৯ টাকা।
নতুন এই মূল্য সমন্বয়ের ফলে ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের ব্যয় আরও কিছুটা বেড়ে গেল। যদিও ব্যবসায়ীদের দাবি, বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে দাম সমন্বয় ছাড়া বিকল্প নেই। এসব দামে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাব বিবেচনা করা হয়েছে।