আলমগীর মানিক,রাঙামাটি
প্রকাশ: ১৩:০১, ২৩ জানুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
রাঙামাটি শহরে সড়ক দূর্ঘটনায় বেদে সম্প্রদায়ভূক্ত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের টিভি সেন্টার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নারী মনিরা বেগম(৬০) শহরের প্রবেশমুখ মানিকছড়িতে জনৈক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন বলে জানাগেছে। তার মূল বাড়ি কুমিল্লায়।
স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার সকালে চট্টমেট্টো-ট-১১-০৬৯৩ নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক চাল বোঝাই করে চট্টগ্রাম থেকে রাঙামাটি শহরে প্রবেশের সময় টিভি সেন্টার এলাকায় পৌছুলে সেটি দূর্ঘটনায় পতিত হয়।
এসময় ট্রাকের পেছনে থাকা যাত্রীবাহি অটোরিক্সা (রাঙামাটি-থ-১১-০৮৮১) চাল বোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এসময় ট্রাকের উপর থেকে অটোরিক্সার উপর চালের বস্তা পড়ে ভেতরে থাকা নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। উভয় গাড়ির চালক এসময় পালিয়ে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে উক্ত নারীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান জানিয়েছেন, উক্ত নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
এদিকে, জানাগেছে দূর্ঘটনায় নিহত নারী মনিরা বেগমের বাড়ি কুমিল্লা জেলায়। মাত্র কয়েকমাস আগে তার একমাত্র ছেলে কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ৫ মাস পর নিজেই দূর্ঘটনায় নির্মমভাবে মারাগেছেন মনিরা বেগম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।