ঢাকা, রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

১১ মাঘ ১৪৩২, ০৬ শা'বান ১৪৪৭

ভাঙ্গায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্র্রতিনিধি

প্রকাশ: ২১:১২, ২৪ জানুয়ারি ২০২৬

ভাঙ্গায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি :সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে নওপাড়া প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বরিশাল থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাকের হেলপারের মৃত্যু হয়। এ সময় আহত ১১ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।’

আরও পড়ুন