পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৬, ২৩ জানুয়ারি ২০২৬
.
জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি টাক্টরের ধাক্কায় বুলবুল আহমেদ (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
২৩ জানুয়ারী শুক্রবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল দক্ষিণপাড়া নুরুল মেকারের বাড়ীর সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক দিনাজপুরের মোকছেদ আলীর ছেলে। পানিয়াল গ্রামে তার মায়ের দ্বিতীয় বিবাহ হলে সে তার মায়ের সাথেই সেখানে থাকতো।
নন্দীগ্রাম পুলিশ ফাড়ীর ইনচার্জ আসাদুজ্জামান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বুলবুল বাড়ী থেকে সাইকেল নিয়ে বের নুরুল মেকারের বাড়ীর সামনে মোড়ে ছাতিনালী ইউপি সড়কে উঠা মাত্রই পাঁচবিবির দিক থেকে আসা একটি ইট বোঝাই মেসি টাক্টর ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হোন।
পুলিশ ঘাতক মেসি টাক্টরটি আটক করেছে।