ঢাকা, রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

১১ মাঘ ১৪৩২, ০৬ শা'বান ১৪৪৭

প্রতিবন্ধী সাইফুলকে হুইল চেয়ার প্রদান

এবি সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ২২:২৫, ২৩ জানুয়ারি ২০২৬

প্রতিবন্ধী সাইফুলকে হুইল চেয়ার প্রদান

ছবি:বাংলার চোখ

 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের প্রতিবন্ধী সাইফুল ইসলামকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
 
 বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বে-সরকারি সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা- 'গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) নির্বাহী প্রধান আব্দুস সালাম'র পক্ষে সাইফুলের পিত্রালয়ে হুইল চেয়ারটি প্রদান করেন জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন সরকার। 

 এসময় ছিলেন- জিইউকের ডকুমেন্টেশন অফিসার রাতুল ইসলাম, প্রজেক্ট অফিসার ডলি সুলতানা, শাখা ব্যবস্থাপক তোতা মিয়া, মিল ম্যানেজার আকবর হোসেন, প্রেস ক্লাব-সুন্দরগঞ্জ'র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক এমদাদুল হক, লিয়ন রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
 উল্লেখ্য, জন্মলগ্ন শারিরীক প্রতিবন্ধী সাইফুল ইসলাম (২৭)। তার বাবা শামসুল হক দরিদ্র প্রকৃতির দিনমজুর। প্রত্যহ রাস্তার ধারে পলিথিনে ছাউনির নীচে পীঠে করে আনা-নেয়া করেন। এ বিষয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জিইউকের নির্বাহী প্রধানের দৃষ্টিগোচড় হয়। ফলে তিনি সাইফুলকে ১টি হুইল চেয়ার পৌঁছে দেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন