ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া মরদেহ উদ্ধার

প্র্রতিনিধি

প্রকাশ: ১৭:২৬, ১৮ জানুয়ারি ২০২৬

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া মরদেহ উদ্ধার

ছবি :সংগৃহীত

সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিত্যক্ত ওই ভবনের ভেতর অজ্ঞাত দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ঘাতকরা মরদেহ দুটির পরিচয় যাতে শনাক্ত করা না যায়, সেজন্য হত্যার পর শরীরে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

গত তিন মাসের মধ্যে একই স্থান থেকে এই নিয়ে নারীসহ মোট পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন