ঢাকা, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

১৩ অগ্রাহায়ণ ১৪৩২, ০৬ জমাদিউস সানি ১৪৪৭

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাত-পায়ের রগ কেটে ব্যক্তিকে নৃশংস হত্যা

কামরুল হাসান কাজল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩:৩১, ২৩ নভেম্বর ২০২৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাত-পায়ের রগ কেটে ব্যক্তিকে নৃশংস হত্যা

প্র্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাতের আঁধারে হাওরের মধ্যে মাহফুজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে হাত-পায়ের রগ কেটে নৃশংস ভাবে  এক হত্যার ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ২২ নভেম্বর শনিবার রাত সাড়ে ১১টায় বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের ইছারবিল নামক স্থানে এই ঘটনাটি ঘটে। নিহত মাহফুজ মিয়া একই গ্রামের মৃত লিবাস মিয়ার পুত্র। পরিবার  ও  স্থানীয় এলাকা  সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে মাহফুজ মিয়া তার ভাই তবারক মিয়াকে নিয়ে হাওরে জমির ‘পাটিবাইন’ (বাঁধ) দিতে যায়। একপর্যায়ে মাহফুজ মিয়াকে দায়িত্বে রেখে তার ভাই তবারক মিয়া বাড়িতে ফিরে আসে।ভাই ফিরে আসার পরপরই পূর্বশত্রুতার জেরে একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে এহিয়া গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে ফেলে।গুরুতর আহত অবস্থায় মাহফুজ মিয়া হাওরের মধ্যে পড়ে থাকলে স্থানীয় লোকজন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত মাহফুজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রোববার হবিগঞ্জ সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
‎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বের করে গ্রেপ্তারের  জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।  বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। 

আরও পড়ুন