ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩:২৪, ২৮ নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

ছবি -বাংলার চোখ

চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে ৫৯ বিজিবি। অভিযানে গুলিও উদ্ধার করে বিজিবি। শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়া।

তিনি জানান, নিজস্ব গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি চৌকষ টহল দল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি ব্রীজ এলাকায় পাগলা নদীর তীরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহিন ৩ টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যা পরবর্তীতে সীজার লিস্টের মাধ্যমে শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

অধিনায়ক গোলাম কিবরিয়া আরো বলেন, নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে ভারত থেকে অস্ত্রের বড় চালান আসার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত এক মাস ধরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন ৭৫ কি.মি. সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা বাড়ানো হয়। ফলশ্রুতিতে বৃহস্পতিবার রাতে পরিচালিত অভিযানে মালিকবিহিন অগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এছাড়াও সীমান্ত জুড়ে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন