ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

লাঠিচার্জেও সরেনি ইউআইইউ শিক্ষার্থীরা, দুর্ভোগে সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৪১, ২১ জুন ২০২৫ | আপডেট: ১৫:১০, ২১ জুন ২০২৫

লাঠিচার্জেও সরেনি ইউআইইউ শিক্ষার্থীরা, দুর্ভোগে সাধারণ মানুষ

ছবি:সংগৃহীত

রাজধানীর নতুন বাজারে বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীর। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে সরানোর চেষ্টা করে পুলিশ। তাদের আন্দোলনের কারণে বিপদে পড়তে হচ্ছে কর্মস্থলগামীসহ সাধারণ মানুষদের।

শনিবার (২১ জুন) পাঁচ দফা দাবিতে সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেয়। এতে নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন।

এমন কয়েকজন ভুক্তভোগী জানান, রাজধানীর এই ব্যস্ততম সড়কে সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের আন্দোলন আমাদের জন্য চরম ভোগান্তি নিয়ে এসেছে। 

বিড়াম্বনার মধ্যে পড়তে হয়েছে। পারিবারিক গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার দরকার ছিল। কিন্তু এখন এখানে এসে দেখি এই অবস্থা। বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে।

আরেকজন বলেন, সবকিছু তো বন্ধ আন্দোলনের কারণে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। গরমও বেশ পড়েছে। এর মধ্যে হেঁটে যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় কেন যে এতো দাবি-দাওয়ার আন্দোলন চলে! এতে যে আমাদের কত কষ্ট হয়, তারা কেউ বোঝে না।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বহিষ্কারের সঙ্গে জড়িত সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিও জানান তারা।

এর আগে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। কিছু শিক্ষার্থীকে তারা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু তারা আবারও সড়কে চলে আসেন এবং ব্লক করে দেন।

আরও পড়ুন