প্রকাশ: ০১:১০, ২১ জুন ২০২৫
মন্দিরা চক্রবর্তী। ছবি: সংগৃহীত
নাটকের অভিনেত্রী হিসাবেই পরিচিত ছিলেন মন্দিরা চক্রবর্তী। ‘কাজল রেখা’ সিনেমা দিয়ে নামের আগে যোগ হয়েছে চিত্রনায়িকা। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। অভিনয় করেছেন আরেফিন শুভর বিপরীতে।
সিনেমাটি ঈদে ব্যবসায়িক সাফল্য খুব একটা পায়নি। সার্বিক হিসাবে ঈদের সিনেমায় তৃতীয় অবস্থানে ছিল এটি। তবে বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসাবে মন্দিরা দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন। তাই এখন থেকে মনোযোগ বাড়িয়ে দিচ্ছেন বড়পর্দার প্রতি। জানিয়েছেন, ভালো কাজের জন্য তার কাছে পারিশ্রমিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।
এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘কাজল রেখা দিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি নবাগত হিসেবে। আর নীল চক্রতেও প্রত্যেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। তআগামীতে আরো ভালো অভিনয় করার ব্যাপারেও মনোযোগী হতে বলেছেন। অনেক দর্শক, সহকর্মী আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি অনুপ্রাণিত। যে কারণে আগামীতে আরো খুব ভালো গল্পের প্রতি এবং নিজের চরিত্রের প্রতি ভীষণ মনোযোগ রাখতে চাই। অবশ্যই একজন শিল্পীর জন্য সম্মানিটা গুরুত্বপূর্ণ। কিন্তু ভালো গল্প এবং ভালো চরিত্রই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর চেয়ে বেশি প্রয়োরিটি সম্মানী নয়। শিল্পী হিসেবে নিজের সফলতার সর্বোচ্চ সময়টাকে উপভোগ করতে চাই।’