চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৯, ২২ নভেম্বর ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন-সিটিজেএ’র নির্বাচন শেষে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হযেছে। শুক্রবার রাতে স্থানীয় একটি প্রেসক্লাবে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. রফিকুল আলম সভাপতি এবং যমুনা টেলিভিশনের নিজন্ব প্রতিনিধি মো. মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পূর্ব নির্ধারিত এজেন্ডা অনুযায়ী শুক্রবার বিকেলে সংগঠনের সকল সদস্যর উপস্থিতিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে প্রতিদ্ব›িদ্বতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অর্থ সম্পাদক ও সাংগঠনিক পদে কোন প্রতিদ্বন্দি না থাকায় যথাক্রমে ডিবিসি চ্যানেলের মো. জহুরুল ইসলাম ও গেøাবাল টিভির মো. ফারুক হোসেন নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি একেএস রোকন (৭১ টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী (চ্যানেল ২৪), দপ্তর সম্পাদক মো. আজিম উদ্দিন (বাংলা টিভি) এবং নির্বাহী সদস্য এস এম সাখাওয়াত জামিল দোলন (বাংলাভিশন) ও মো. আব্দুল অহাব (বৈশাখী টিভি)।
এটিএন বাংলার জেলা প্রতিনিধি মো. নাসিম মাহমুদ ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের নির্বাচন পরিচালনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন