ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩:২৯, ৫ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া ২ জানুয়ারি হাইকমিশন চ্যান্সারিতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমে কোরআন এবং দোয়া মাহফিল আয়োজন করে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবী অংশগ্রহণ করেন। আসর নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ উপলক্ষে হাইকমিশনে সরকারি কূটনৈতিক কোরের সদস্যদের স্বাক্ষরের জন্য একটি শোকবই খোলা হয়েছে, যা ০৫ ও ০৬ জানুয়ারি ২০২৬, প্রতিদিন সকাল ৯:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।