চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০:১১, ২০ জানুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মূল আকাংক্ষা এবং জনমতের সঠিক প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই বর্তমান সরকার গণভোটের আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, মানুষ পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে এবং গণভোটে 'হ্যাঁ' ভোট প্রদাণের মাধ্যমে সেই আকাংক্ষারই প্রতিফলন ঘটবে। কেননা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে না। বরং গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার অভ্যুত্থানের আকাংক্ষা বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করেছে।
ভোটারদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বৈষম্য যেন তীব্র না হয় এবং ধীরে ধীরে যেন তার অবসান ঘটে এই আকাংক্ষা বাস্তবায়নের জন্যই গণভোটে সক্রিয় অংশগ্রহণ জরুরি। এছাড়া সাধারণ মানুষ যেন গণভোটের 'হ্যাঁ' এবং 'না' ভোটের তাৎপর্য ও পার্থক্য বুঝতে পারে সেজন্য ব্যাপক প্রচার প্রচারনা চালানো হচ্ছে। কেবলমাত্র বৃহত্তর স্বার্থে বৈষম্য কমিয়ে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে সকলে মিলে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিলেই দেশ বারবার যে সংকটে পড়েছে তা থেকে উত্তরণ করা সম্ভব হবে। আর তাই সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে তিনি সাংবাদিকদের পাশাপাশি জেলার সকলের সহযোগিতা কামনা করেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।