ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ভোট কেবল অধিকারের বিষয় নয়, দায়িত্বও: রিজওয়ানা

প্র্রতিনিধি

প্রকাশ: ১৭:০০, ২১ জানুয়ারি ২০২৬

ভোট কেবল অধিকারের বিষয় নয়, দায়িত্বও: রিজওয়ানা

ছবি :সংগৃহীত

ভোট কেবল অধিকারের বিষয় নয়, এটা দায়িত্বেরও বিষয় বলে মন্তব্য করেছেন তথ্য, সম্প্রচার, পরিবেশ ও বন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবারের ভোটটিকে কেবল নিজের অধিকার হিসেবে দেখার সুযোগ নেই। আপনি যেমন নেতা নির্বাচন করে ভোট দিয়ে আসবেন তেমনি দেশ কীভাবে পরিচালিত হবে সেটাও কিন্তু আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ক্ষমতায় একটা ভারসাম্য আসবে, জনগণ ক্ষমতায় থাকবে, প্রশাসন জবাব দিতে বাধ্য হবে। কোনো একক দল নির্বাচনে জিতলেও সমস্ত কিছু নির্ধারন করতে পারবে না। বিরোধীদলেরও সুনির্দিষ্ট ভালোভাবে সংজ্ঞায়িত ভূমিকা থাকবে।’

গণভোটে আইনের শাসন প্রতিষ্ঠা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘যেহেতু এরপরে আর কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা ফিরে আসবে, সেহেতু ভোট চুরি করে রাতে ভোট দিয়ে নির্বাচন ছিনিয়ে নেয়া, মানুষের নেতা নির্বাচন করার অধিকার ছিনিয়ে নেয়ার সুযোগ থাকবে না।’

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সুধী সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় অরও বক্তব্য রাখেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, পুলিশ সুপার নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন