ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

আমাদের আবার মাঠে নামতে হবে : নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০০:৫৩, ২২ জুন ২০২৫

আমাদের আবার মাঠে নামতে হবে : নাহিদ ইসলাম

ফাইল ছবি

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রয়োজনে আবারও রাস্তায় নেমে বুলেটের সামনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের আবার মাঠে নামতে হবে, বুলেটের সামনে দাঁড়াতে হবে এবং আমরা সেটার জন্য প্রস্তুত। অবশ্যই আমরা রাস্তায় নামব।’


শনিবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির পেইজের এক পোস্টে এ কথা জানানো হয়।

অন্য এক পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থানকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, শহীদদের মর্যাদা নিশ্চিত করতে হবে এবং অংশগ্রহণকারীদের রাজনৈতিক নিরাপত্তা দিতে হবে।’

নতুন রাষ্ট্রকাঠামোর বিষয়ে এনসিপির আহ্বায়ক জানান, ৫ আগস্টের পর থেকে তারা একটি নতুন সংবিধানের দাবি জানাচ্ছেন। তার ভাষ্যমতে, এই নতুন সংবিধানে ১৯৭২ সালের মুজিববাদী দর্শনের বাইরে গিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থি রাজনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্রকাঠামো গড়ে তোলা হবে।

এনসিপির লক্ষ্য ও উদ্দেশ্য খুব স্পষ্ট দাবি করে নাহিদ ইসলাম বলেন, মাত্র তিন মাসের একটি রাজনৈতিক দলকে যেভাবে প্রশ্ন করা হচ্ছে, ৫০ বছরের কোনো দলকেও এত প্রশ্ন করা হয়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এনসিপি একটি স্পষ্ট অবস্থান নিয়েছে।

আরও পড়ুন