ঢাকা, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫:০২, ২২ জুন ২০২৫

শেখ হাসিনাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি

ছবি:সংগৃহীত

বিগত তিন সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব, নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়ালসহ ১৯ জনের বিরুদ্ধে রোববার (২২ জুন) শের-ই-বাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি।

রোববার সকালে শের-ই-বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

মামলায় রকিব,হুদা, আউয়াল কমিশনের কমিশনার, সচিবদেরও আসামি করা হয়েছে। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানায় দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে বিএনপি।

আরও পড়ুন