ঢাকা, সোমবার, ২৩ জুন ২০২৫

৯ আষাঢ় ১৪৩২, ২৬ জ্বিলহজ্জ ১৪৪৬

নীলফামারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের  সংঘর্ষ:নিহত দুই

আব্দুল গফুর,নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৭:২৭, ১৮ জুন ২০২৫ | আপডেট: ১৭:২৭, ১৮ জুন ২০২৫

নীলফামারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের  সংঘর্ষ:নিহত দুই

ছবি:সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ( ১৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহা সড়কের কামারপুকুর বাজার এলাকায়।

নিহতরা হলেন, সৈয়দপুর  উপজেলার কামারপুকুর  ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের  বুদারু মামুদের  ছেলে মাসুদ (২৮) ও একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে নুর ইসলাম (৫০)। 

পুলিশ জানান,ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী  ঘটনা স্থলেই নিহত হয়। নিহত দুই জনেই ইট ভাটার শ্রমিক ছিলেন। তারা সকলে ইট ভাটায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। 

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান। 

আরও পড়ুন