স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:২৮, ২৩ জুন ২০২৫
ফাইল ছবি
বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক। ওয়ানডেতে রানখরায় ভুগতে থাকা ডানহাতি তারকার গত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন ৩০ বর্ষী ওপেনার। দুই সিরিজ পর লিটনকে দলে ফেরানোর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
শ্রীলঙ্কা সফরের দলে ওয়ানডেতে বাইরে থাকা পাঁচজনকে ডাকা হয়েছে। দুই সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অবসর নেয়ায় এ ফরম্যাটের দলে দুটি জায়গা ফাঁকা হয়েছিল।
লিটনকে ফেরানো নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেছেন, ‘লিটন দাস বাজে সময় পার করছেন, কিন্তু সময় সবচেয়ে বড় নিরাময়কারী। তিনি টি-টুয়েন্টি অধিনায়ক, সুতরাং পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমরা তাকে বিবেচনা করতে পারি।’
‘যদি কাউকে ফর্মে ফিরতে হয়, এটাই সবচেয়ে বেশি সুবিধার হবে মিডলঅর্ডারে সময় কাটানো। আমাদের মনে হয়েছে লিটন ওয়ানডের ফর্ম টি-টুয়েন্টিতে নিতে পারবেন।’
২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সিরিজ থেকে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ৩৫ রান করেছিলেন লিটন। পরে পাকিস্তানে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে যান। গত বিপিএল দিয়ে টি-টুয়েন্টিতে রানে ফিরেছেন লিটন। শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে শতকের কাছাকাছি গিয়েছিলে আগ্রাসী ব্যাটিংয়ে।
শ্রীলঙ্কায় প্রথম টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে নামার অপেক্ষায় বাংলাদেশ। ২ জুলাই তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচ মাঠে গড়াবে, খেলা কলম্বোয়। দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই একই ভেন্যুতে। ৮ জুলাই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে গড়াবে পাল্লেকেলেতে।